স্বেচ্ছাসেবক

This page is a translated version of the page Volunteers and the translation is 26% complete.
Outdated translations are marked like this.

If you are interested in other volunteering opportunities, Wikimania Montreal would love to hear from you! More than a thousand aficionados and knowledge experts from around the world will converge to discuss the future of Wikimedia projects, open and free knowledge, education, discuss issues, report on new projects and approaches, and exchange ideas.

Wikimania 2013 Hong Kong volunteers
Wikimania 2014 London volunteers
Wikimania 2015 Mexico volunteers
Wikimania 2016 Esino Lario volunteers

In order to be able to hold such a meeting, a team of volunteers is essential, and this is an opportunity for you to be part of this extraordinary event. Registration for the conference is free of charge for volunteers.

Tell us your interest in volunteering

উইকিম্যানিয়ায় আমি কেন অবদান রাখব?

উইকিপিডিয়ার মতই, উইকিম্যানিয়াও অলাভজনক পদ্ধতিতে চালিত—স্বেচ্ছাসেবকরাই এর সংগঠন ও পরিচালনার পুরো দায়িত্বে থাকেন, আর একে বাস্তবায়িত করার জন্য আমরা আপনার সাহায্য চাই! উইকিম্যানিয়ায় অবদান রাখা অনেক বড় একটা সুযোগঃ


  • উইকিপিডিয়া এবং তার সহ প্রকল্পগুলোকে বিনিময়ে কিছু দিন— আমরা প্রতিদিনই এগুলো ব্যবহার করে থাকি, তবে আমরা ভুলে যাই যে এগুলো স্বেচ্ছাসেবকদের দ্বারাই তৈরি যারা তাদের অবসর সময় ব্যয় করে এগুলো লিখে থাকেন
  • উচ্চাভিলাষী এবং বৈশ্বিক কর্মসূচী প্রদান করার অংশ হোন
  • আপনার পাঠ্যক্রম জীবনীতে (CV) অনন্য কিছু রাখুন
  • শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে শিখুন
  • কাজের বাইরে থাকলে কনফারেন্স উপভোগ করুণ
  • অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সামাজিকতা রক্ষা করুন
  • অলাভজনক উইকিম্যানিয়া আন্দোলনকে সাহায্য করতে আপনার দক্ষতা কাজে লাগান, উদাহরস্বরুপঃ
    • সামাজিক মাধ্যম
    • সাংবাদিকতা এবং কপিরাইটিং
    • মঞ্চ, অডিও ভিজুয়াল এবং উৎপাদন ব্যবস্থাপনা
    • কারিগরি, ওয়েব এবং আইটি সাপোর্ট দক্ষতা
    • ইভেন্ট অর্গানাইজেশন এবং প্রজেক্ট ব্যবস্থাপনা
    • নেতৃত্ব এবং সমস্যা সমাধান
    • আতিথেয়তা
    • ভাষা দক্ষতা

কনফারেন্স চলাকালে আমি কীভাবে সাহায্য করব?

লোকদের সাথে আমাদের প্রয়োজনঃ

  • অধিবেশন নজরদারি/নিয়ন্ত্রণ করতে
  • অধিবেশন রেকর্ডিং/স্ট্রীমিং করা যাতে মনট্রিলে যারা অংশ নিতে পারেনি তারা ধারণকৃত আলোচনা থেকে উপকৃত হতে পারে
  • প্রক্রিয়াটি যাতে নির্বিঘ্নে চলে তা নিশ্চিত করতে এবং লোকজনকে বেশীক্ষণ অপেক্ষায় না রাখতে রেজিস্ট্রেশন ডেস্কে কর্মীসংস্থান করতে (মনে করা হচ্ছে বুধ, শুক্র এবং শনিবার সকালে সবচেয়ে বেশী ব্যস্ততা থাকবে, সুতরাং এইসময়ে স্বেচ্ছাসেবকদের সাহায্য সহযোগিতা বিশেষভাবে মুল্যায়িত হবে)
  • অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান, যাতে ভ্যেনুতে তারা সঠিক রাস্তা খুঁজে পায় তা নিশ্চিত করা, এবং সেই সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেমন- হোটেল ও পাবলিক পরিবহণ
  • অংশগ্রহণকারীদের কাছ থেকে সাধারণ প্রশ্নের উত্তর প্রদানে, ইনফরমেশন ডেস্কে কর্মীসংস্থান করতে
  • হোটেলে অংশগ্রহণকারীদের সহায়তা করতে, তারা যাতে কোনরূপ সমস্যা ছাড়া হোটেলে উঠতে পারে তা নিশ্চিত করা এবং তাদের কোন প্রশ্ন থাকলে তা অবহিত করা
  • এবং আরো অনেক কিছু!

উইকিম্যানিয়ায় স্বেচ্ছাসেবকতা কিছু ক্ষেত্রে উইকিমিডিয়ান হওয়াটা দরকারি হতে পারে, তবে এটা পূর্বশর্ত নয়কানাডার বাইরের অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবকতার জন্য স্বাদরে আমন্ত্রণ(ভাষা দক্ষতা বিশেষভাবে উপকারী হবে), তবে, স্বেচ্ছাসেবক হিসেবে- কনফারেন্স পরিচালনা করতে, আমরা সংস্থান সরবরাহ করে বা আন্তর্জাতিক ভ্রমণ খরচ দিয়ে সহায়তা করতে পারি না।

স্বেচ্ছাসেবকতা কিভাবে কাজ করে?

বিভিন্ন ধরণের কর্তব্যকর্ম রয়েছে, যেগুলো সবাইকে পালাক্রমে ভাগ করে দেয়া হবে যাতে প্রত্যেকে বিরতি পায় এবং অধিবেশনে যোগদান করতে পারে। প্রায় চার ঘণ্টা পালাক্রমে সবার জন্য বরাদ্দ রয়েছে, কিন্তু কেউ যদি এর থেকে বেশী বা কম সময় চায় তবে আমরা তার প্রস্তাবকেও স্বাদরে গ্রহণ করি। আপনি যতটুকু সময় দিতে সক্ষম হোন না কেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। পালাক্রমে আপনার কর্তব্যকর্মের সময় আপনাকে অবশ্যই পুরোপুরি সমর্থন দেয়া হবে— আপনার প্রয়োজনে অন্যের দ্বারস্থ হতে পারেন, আপনি বিরতি পাবেন, এবং আমরা আপনাকে জলখাবার পরিবেষণ করব।

  • আমি কোথায় সাইন ইন করব? আমরা উইকিম্যানিয়া ২০১৭-র নিকটবর্তী সময়ে (মার্চ ২০১৭-র কাছাকাছি) আপনাদের সাধারণ স্বেচ্ছাসেবক নিবন্ধন ফর্ম সরবরাহ করব। প্রাথমিক ধাপে আমাদের অল্প সংখ্যক স্বেচ্ছাসেবক দরকার, কিন্তু আপনি যদি মনে করেন প্রাথমিক প্রস্তুতিতে অবদানের জন্য আপনার কিছু রয়েছে তবে

দলের সাথে যোগাযোগ করুন!

  • কোন ভাষায় আমার কথা বলা প্রয়োজন? আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য, উইকিম্যানিয়া স্বেচ্ছাসেবকদের অন্ততপক্ষে কিছুটা হলেও ইংরেজি ভাষায় কথা বলতে আশা করা হচ্ছে। অধিকাংশ অংশগ্রহণকারীদের (অবস্থানের কারণে) ফরাসি ভাষায় কথা বলার প্রয়োজন পড়বে, এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাহায্যার্থে অন্যান্য ভাষাও বিশেষভাবে দরকারি।
  • উইকিম্যানিয়া ফ্রি টিকেট পেতে আমাকে কতক্ষণ স্বেচ্ছাসেবীতা করতে হবে? কমপক্ষে পাঁচ ঘণ্টা বদলী হয়ে, তবে এর চেয়ে বেশী হলে চমৎকার হয়।
  • আমাকে কি নিজের খাদ্য ক্রয় করতে হবে? কনফারেন্স চলাকালে স্বেচ্ছাসেবকদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার এবং কফি সরবরাহ দেওয়া হবে।
  • আমার বাসস্থানের জন্য কি পরিশোধ করা হবে যদি আমি মনট্রিলের না হয়ে থাকি? আমাদের আশা যে আমরা করতে পারি তবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের জন্য আমাদের যে পরিমাণ রয়েছে তা সম্ভবপর না ও হতে পারে।
  • আমি কানাডার বাইরের। আমি কি এখনো স্বেচ্ছাসেবক? কানাডায় আমার ভ্রমণের জন্য কি পরিশোধ করা হবে? আপনি বাইরে থেকে এখনো উইকিম্যানিয়ার স্বেচ্ছাসেবক হতে পারেন। উদাহরণস্বরূপ, সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখে আপনি অধিবেশনের প্রতিবেদন পেশ করে আমাদের সাহায্য করতে পারেন। দুর্ভাগ্যবশত বাসস্থান বা ভ্রমণের জন্য স্বেচ্ছাসেবকদের কোনরূপ সাহায্য করতে আমরা অসমর্থ।
  • আমি কি এখনো অধিবেশনে উপস্থিত হতে পারি যদি স্বেচ্ছাসেবক হয়ে থাকি? কোন অধিবেশনে আপনি উপস্থিত হতে চান তা যদি আগে থেকে আমাদের অবহিত করেন, তবে আমরা আমাদের সর্বোচ্চ নমনীয়তা দিয়ে কাজ করব।
  • পালাক্রমে প্রত্যহ কীভাবে কাজ বণ্টন করা হয়েছে? কাজের তিনটি পালাক্রম রয়েছেঃ সকাল (৮টা-১৩টা), বিকাল (১৩টা-১৮টা), এবং সন্ধ্যা (১৮টা-২৩টা)
Wikimania Mexico documentary

How to reach us

If you are interested in volunteering, please Email: Antoine Beaubien.

For other people on the team, go to the contact page.